বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

ছুটির দিনে অভিযান ১০ চালকের দণ্ড

নিজস্ব প্রতিবেদক

ট্রাফিক আইন অমান্যকারী বেপরোয়া গাড়ি চালকদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ছুটির দিনে পরিচালিত অভিযানে ২৪টি মামলায় ১০ জন চালককে দণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৫ জনকে ৫৩ হাজার টাকা জরিমানা ও ৩টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে ট্রাফিক পশ্চিম বিভাগের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম। তিনি জানান, দণ্ড পাওয়া ১০ জনের মধ্যে বাস, ট্রাক, লেগুনা ও অটোচালক রয়েছেন। নিয়মিত অভিযান ছাড়াও সম্প্রতি গণমাধ্যমে দুর্ঘটনার বিভিন্ন খবর আসায় অভিযান জোরদার করা হয়েছে। তবে ছুটির দিনে অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ছুটির দিনে বদলি ড্রাইভার হিসেবে হেল্পাররা গাড়ি চালায়। এদের ধরার জন্যই ছুটির দিনে অভিযান চালানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর