বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

তাজমহলের রং বদল নিয়ে চিন্তিত ভারত

সাদা মার্বেল পাথরে তৈরি তাজমহল। পৃথিবীর সপ্তাচার্যের একটি এই তাজমহল। সেই স্থাপত্যে হঠাৎ করে রং বদলে যাচ্ছে। আর এই খবরে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট এবার সরকারকে নির্দেশনা দিয়ে বলেছে যে দরকার হলে সমস্যা সমাধানে বিদেশিদের সহায়তা নিতে। আদালত সরকারকে বলেছে, এমনকি আপনাদের বিশেষজ্ঞ আছে কিন্তু তার ব্যবহার আপনারা করছেন না অথবা বিষয়টিকে আপনারা গুরুত্বই দিচ্ছেন না। ১৬৪৩ সালে সাদা মার্বেল পাথরে তৈরি এই অসাধারণ স্থাপনা ইতিমধ্যেই হলুদ আকার ধারণ করেছে এবং সেটি এখন বাদামী ও সবুজ হয়ে যাচ্ছে বলে বলছে আদালত। দূষণ, নির্মাণকাজ ও কীটপতঙ্গের মল তাজমহলের এ অবস্থার জন্য দায়ী বলে মনে করা হয়। মুঘল সম্রাট শাহজাহানের সময়ে আগ্রা শহরে তৈরি হয়েছিল তাজমহল, যা দেখতে প্রতিদিন প্রায় ৭০ হাজার মানুষ ভিড় করে সেখানে। আগামী ৯ মে তাজমহল বিষয়ে আবার শুনানি হবে আদালতে। বিবিসি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর