বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮ ০০:০০ টা

ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীচরে সুমন (১৮) নামে এক শ্রমিককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। ওই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার প্রতিবেশী শাকিল ঢামেকে জানায়, সন্ধ্যার দিকে কামরাঙ্গীচর লোহার ব্রিজের সামনে দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে ৩-৪ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে। এ সময় তারা সুমনের পিঠে ছুরিকাঘাত করে তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা নিয়ে যায়। 

মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে পুরান ঢাকার বংশালে বিদুত্স্পৃষ্টে জুতার কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম সৈয়দ (২৬)। পরে লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। তার গ্রামের বাড়ি শরিয়তপুরের পালং থানার মাদবরকান্দী গ্রামে। উদ্ধারকারী মনির হোসেন নামে তার এক সহকর্মী জানায়, বংশালের নাজিরাবাজার চৌরাস্তায় একটি জুতা তৈরির কারখানায় বৈদ্যুতিক প্লাগ লাগানোর সময় বিদ্যুত্স্পৃষ্ট হয় সৈয়দ। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সর্বশেষ খবর