শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

দারিদ্র্য বিমোচনে শেখ হাসিনা বিশ্বে অদ্বিতীয় : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, দারিদ্র্য বিমোচনে শেখ হাসিনা বিশ্বে অদ্বিতীয়। বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। গতকাল ভোলার চরফ্যাশনে কুলছুমবাগ এ মোতালেব মাধ্যমিক বিদ্যালয় মাঠে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে ঈদুল ফিতরের শাড়ি বিতরণ ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এ কথা বলেছেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির এ ধারা অব্যাহত থাকলে বিশ্বের মধ্যে অন্যতম দেশ হিসেবে একসময় সফলতা অর্জন করবেই বাংলাদেশ। অসহায় গরিব-দুঃখী মানুষের দুঃখ-কষ্ট আওয়ামী লীগই বোঝে। রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় এবং মানুষের ক্রয়ক্ষমতা নাগালের মধ্যে থাকায় জনসাধারণকে কোনো রকম দুর্ভোগ পোহাতে হয়নি। তিনি বলেন, দেশের উন্নয়ন ও দারিদ্রতা নিরসনে বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমার নির্বাচনী এলাকার অসহায় কোনো দরিদ্র মা-বোন নতুন শাড়ির অভাবে ঈদ উৎসব হতে বঞ্চিত হবে না। এর আগে তিনি ৮৮ কোটি টাকা ব্যয়ে চরফ্যাশন ঘোষেরহাট লঞ্চঘাট সংরক্ষণ ও ড্রেজিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে বক্তৃতা করেন।

সর্বশেষ খবর