শনিবার, ২ জুন, ২০১৮ ০০:০০ টা
ব্যাংক কর্মকর্তা হত্যা

দোষ স্বীকার করে তিন শিক্ষার্থীর জবানবন্দি

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা সজল নন্দীকে হত্যায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার তিন শিক্ষার্থী, যারা নিহতের ছেলের বন্ধু হিসেবে তার বাসায় গিয়েছিল।

গতকাল চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান খানের আদালতে তারা জবানবন্দি দেয়। খবর বিডিনিউজ। তারা হলো— নগরীর একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জয় বড়ুয়া চৌধুরী (১৮), ১৬ বছর বয়সী মেহেল আফজল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র এবং বেগমজান উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি উত্তীর্ণ আরেক ছাত্র। এই তিনজন খুন হওয়া সজল নন্দীর ছেলে সৈকত নন্দীর বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সদীপ কুমার দাশ বলেন, “জবানবন্দিতে তারা ঘটনার দিন ওই বাসায় যাওয়া থেকে শুরু করে হত্যার পুরো বর্ণনা দিয়েছে।” রবিবার সকালে নগরীর সল্টগোলা ক্রসিং এলাকার নিজ বাসা থেকে রূপালী ব্যাংকের কর্মকর্তা সজল নন্দীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই স্বপন নন্দী বাদী হয়ে নগরীর বন্দর থানায় মামলা করেন। এর পর পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে এসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওই তিনজনকে গ্রেফতার করে।

সর্বশেষ খবর