শিরোনাম
মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা
বাগেরহাট-৩ উপনির্বাচন

খালেকপত্নী হাবিবুন নাহারকে এমপি পদে বিজয়ী ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি

খুলনার নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেকের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনে তার স্ত্রী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহারকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। হাবিবুন নাহার ছাড়া আর কেউ এ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। গতকাল বিকালে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ সময় বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র তালুকদার আবদুল বাকীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জেলা নির্বাচন অফিসে উপস্থিত ছিলেন। বাগেরহাট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। বাগেরহাট-৩ আসনে এর আগে তালুকদার আবদুল খালেক সংসদ সদস্য ছিলেন। তিনি খুলনা সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য স্পিকারের কাছে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। এরপর স্পিকার নির্বাচন কমিশনকে চিঠি দিলে ১০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই শূন্য আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয় তালুকদার আবদুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারকে। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের উপনির্বাচনে ২৪ মে মনোনয়নপত্র জমা, ২৭ মে বাছাই ও ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছিল। আর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল আগামী ২৬ জুন।

সর্বশেষ খবর