রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

চিকিৎসাভাতা প্রদানের দাবি মুক্তিযোদ্ধাদের

মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই বয়সের ভারে ন্যুব্জ। তারা সব সময় সরকারি হাসপাতালে যেতে পারেন না। আর গেলেও বিনামূল্যে ওষুধ পান না। তাই আগামী অর্থবছর থেকে চিকিৎসাভাতা দেওয়ার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। গতকাল রাজধানীর তেজগাঁও মুক্তিযোদ্ধা সমিতি কার্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কর্মকর্তাদের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান। কমান্ডার আলহাজ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম মহাসচিব ও আওয়ামী লীগ নেতা সফিকুল বাহার মজুমদার টিপু, ভাইস চেয়ারম্যান মো. আবদুল হাই, আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক, মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।

অনুষ্ঠানে দীর্ঘদিন ধরে অসুস্থ তেজগাঁওয়ের সাবেক কমান্ডার আলহাজ আবুল খায়ের, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমেদ রাজা, ইকবাল হোসেন এমপি, মনোয়ারুল হক খান লাভলুসহ সব মুক্তিযোদ্ধার সুস্থতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর