রবিবার, ১০ জুন, ২০১৮ ০০:০০ টা

‘উন্নয়নের নয় দুর্নীতি তোষণের বাজেট’

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, প্রস্তাবিত বাজেট উন্নয়নের নয়, দুর্নীতি তোষণের। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে বিভিন্ন পরিসংখ্যান দিয়ে অর্থনীতির যে উন্নয়ন দেখানো হয়েছে তার মাধ্যমে মানুষকে   ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছে। গতকাল রাজধানীর হাতিরপুলে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জোনায়েদ সাকি বলেন, গণতান্ত্রিক জবাবদিহিতার জন্য যে ধরনের ক্ষমতা কাঠামো থাকার প্রয়োজন, সেটা নেই।

এবারের বাজেটে সংকট উত্তরণের নতুন কোনো দিক নির্দেশনা নেই এবং বিশ্ব ব্যবস্থায় যে নতুন নতুন সংকট তৈরি হচ্ছে সেগুলোর বিবেচনাতেও কোনো আগাম নিরাপত্তার উদ্যোগের কথা ভাবা হয়নি। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সামাজিক নিরাপত্তার জন্য বাজেট বরাদ্দের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এক্ষেত্রে সব সময়ই নগর অঞ্চলের দরিদ্র ও অতিদরিদ্র মানুষেরা উপেক্ষিত থেকে যান। নগরের দরিদ্র মানুষ উপেক্ষিত থাকার পেছনে ভোটের রাজনীতি একটি বিশেষ ভূমিকা পালন করে।

সর্বশেষ খবর