শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

পলিথিন ব্যাগ নিষেধাজ্ঞার আইন বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক

বিশ্ব পরিবেশ দিবস-২০১৮ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা পলিথিন ব্যাগ নিষিদ্ধের আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে, আমাদের নদী-নালা এবং সামুদ্রিক জীবন হুমকির মুখে। গতকাল রাজধানীর আগারগাঁও বন ভবনের হৈমন্তী হলে পরিবেশ অধিদফতর ও এসডো আয়োজিত সেমিনারে বক্তারা একথা বলেন।

 সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী। আরও বক্তব্য রাখেন অধ্যাপক আইনুন নিশাত, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. সুলতান আহমেদ, এসডোর সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ, অধ্যাপক আবু জাফর মাহমুদ প্রমুখ।

 অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান, ড. এস. এম. মুনজুরুল হান্নান খান, সিদ্দিকা সুলতানা প্রমুখ।

আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী বলেন, আমাদের প্লাস্টিক দূষণ থেকে মুক্তির পথ বের করতে হবে। কারণ বিশুদ্ধ পানিতে প্লাস্টিকের উপস্থিতি প্লাস্টিক দূষণকে আরও ক্ষতিকর করে তুলছে। আমাদের সবাইকে একসঙ্গে এই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করতে হবে।

সাবেক সচিব ও এসডো সভাপতি সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, পরিবেশ দূষণের কথা ভেবে সাধারণ মানুষকে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে।

সর্বশেষ খবর