শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
অস্ত্র গুলি ও বিপুল উগ্রবাদী বই উদ্ধার

লালমনিরহাটে জেএমবির চার সক্রিয় সদস্য গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম থেকে অস্ত্র, গুলি ও বিপুল উগ্রবাদী বইসহ জেএমবির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে পাটগ্রাম পৌরসভার এমএম প্লাজা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে রংপুর র‌্যাব-১৩-এর একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ এলাকার লুত্ফর রহমানের ছেলে আপেল (৩০), সরদারপাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে জাহিদ হোসেন (১৯), নজরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম শফিক (২৩) ও সোহাগপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোখলেছুর রহমান (৩০)। এদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড তাজা গুলি, ২টি ম্যাগাজিন, ২টি দেশি ওয়ান শুটার গান, ২ রাউন্ড ওয়ান শুটার গানের গুলি, ধর্মীয় উসকানিমূলক ও উগ্রবাদী বিপুল পরিমাণ বইপত্র, লিফলেট ও জঙ্গিবাদের কাজে ব্যবহূত ৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানান, প্রায় দুই বছর যাবৎ এভাবে আত্মগোপনে থেকে জেএমবির সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন এবং বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেছেন। এ ছাড়া জঙ্গি সংগঠনে তরুণদের উদ্বুদ্ধকরণ, নতুন জঙ্গি সদস্য সংগ্রহ, সংগঠনের জন্য চাঁদা সংগ্রহ এবং সংগৃহীত অর্থ দ্বারা অস্ত্রশস্ত্র সংগ্রহ ইত্যাদি কর্মকাণ্ডে তারা লিপ্ত ছিলেন।

সর্বশেষ খবর