শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

দুই শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণ আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে ৫ লাখ টাকা করে দিতে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এ বিষয়ে হাই কোর্টের আদেশের বিরুদ্ধে জাবালে নূর পরিবহনের আবেদনের ওপর ‘নো অর্ডার’ দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। ফলে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে জাবালে নূরের পক্ষে ছিলেন আইনজীবী পঙ্কজ কুমার কুণ্ডু।

 রিটের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। তিনি জানান, হাই কোর্টের আদেশের বিরুদ্ধে জাবালে নূর আপিল বিভাগে আবেদন করেছিল। আপিল বিভাগের চেম্বার আদালত হাই কোর্টের আদেশের ওপর ‘নো অর্ডার’ দিয়েছে। ফলে হাই কোর্টের আদেশ বহাল রইল। এর আগে ৩০ জুলাই এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাই কোর্ট ক্ষতিপূরণ সংক্রান্ত আদেশ দেয়। সম্প্রতি বিমানবন্দর সড়কের পাশে দাঁড়ানো এক দল কলেজ শিক্ষার্থীর ওপর উঠে যায় জাবালে নূর পরিবহনের একটি বেপরোয়া বাস। এতে দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।

সর্বশেষ খবর