শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে

কূটনৈতিক প্রতিবেদক

রোহিঙ্গা প্রত্যাবাসন পরিস্থিতি উন্নতি নিয়ে মিয়ানমারের  নেতাদের সঙ্গে আলোচনা করতে মিয়ানমার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বুধবার মধ্যরাতে ঢাকা ত্যাগ করে তিনি গতকাল দুপুরে মিয়ানমার পৌঁছান। তার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং বাংলাদেশ-মিয়ানমার জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বাংলাদেশি সদস্যরা। চার দিনের এই সফরে রাখাইন পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর। এ ছাড়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের প্রস্তুতির বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে দুই দেশের। আজ তারা মিয়ানমারের ডি-ফ্যাক্টো লিডার অং সান সু চির সঙ্গে বৈঠক করতে পারেন।

সর্বশেষ খবর