শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

নারী আইনজীবীদের জন্য অনুকরণীয় ব্যারিস্টার রাবিয়া : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় দেশে প্রথম নারী ব্যারিস্টার রাবিয়া ভূইয়া নারী আইনজীবীদের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডক্টর অব ল’জ উপাধিতে ভূষিত হওয়ায় গতকাল সাবেক এই মন্ত্রীকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান বিচারপতি। হোটেল ওয়েস্টিনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাবিয়া ভূইয়াই প্রথম বাংলাদেশি, যিনি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ডক্টর অব ল’জ উপাধিতে ভূষিত হলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, রাবিয়া ভুইয়া সুপ্রিমকোর্টের একজন সিনিয়র আইনজীবী ছাড়াও শিক্ষা, সামাজিক ও নারীর অধিকার ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছেন। তিনি এখন ব্যক্তি হিসাবে নয় প্রতিষ্ঠান হিসেবেই বেশি পরিচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্ল্যাক, ইউনিভার্সিটি অব লন্ডনের পরিচালক সাইমন আস্কে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানা, ব্যারিস্টার ফজলে নুর তাপস। এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর