শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

৬ দিনে ৪০ হাজার চালকের বিরুদ্ধে ব্যবস্থা

আজ ট্রাফিক সপ্তাহ শেষ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ট্রাফিক সপ্তাহ ঘোষণা করে পুলিশ। গত রবিবার থেকে শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ আজ শেষ হচ্ছে। এরই মধ্যে গত ছয় দিনে দেশের ৬টি মেট্রোপলিটন এলাকা, ৮টি রেঞ্জ এবং হাইওয়ে রেঞ্জে ১ লাখ ১৩ হাজার ৪২৩টি যানবাহন এবং ৪০ হাজার ৬৩০ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন অনিয়মের কারণে ৩ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও ৩ হাজার ৫৪৪টি যানবাহন আটক করা হয়েছে। গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ফিটনেস/ ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া এবং অন্যান্য আইন অমান্যকারী যানবাহনকে আইনের আওতায় এনে আটক/জরিমানা আদায় করা হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে অনুরোধ করেন পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর