শিরোনাম
শনিবার, ১১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধু পরিবারের মূল্যবোধ অনুসরণ করা জরুরি

—— ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু পরিবারের মূল্যবোধ আমাদের অনুসরণ করা জরুরি। সমাজে এর কিছুটা ঘাটতি রয়েছে। আমাদের আশার জায়গা হলো বর্তমান প্রজন্মের মধ্যে এ বিষয়গুলো পুনর্বিন্যাস হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নতুন করে জাগরিত হচ্ছে। তারা যে কোনো আন্দোলন-সংগ্রামে সামষ্টিক স্বার্থে ঝাঁপিয়ে পড়ছে। গতকাল বিকালে ‘শেখ কামাল ও সুলতানা কামাল স্মৃতি বিতর্ক ২০১৮’ উপলক্ষে রোকেয়া হল বিতর্ক প্রাঙ্গণ ও সমাজবিজ্ঞান বিতর্ক সংসদের যৌথভাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী মাশুরা হোসেন বলেন, শেখ কামাল ও সুলতানা কামাল আমার সুযোগ্য সহপাঠী ছিলেন। তাদের কথা স্মরণ করতে গেলে হৃদয়ে ব্যথা অনুভব হয়। শেখ কামাল বহু গুণের অধিকারী ছিলেন। তাকে নিয়ে গবেষণা হওয়া উচিত। রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সঞ্জিতচন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেইন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর