শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয়করণ বঞ্চিত প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশন ৬ সেপ্টেম্বর ফের শুরু

নিজস্ব প্রতিবেদক

জাতীয়করণ না হওয়া প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা ফের আমরণ অনশনে যাচ্ছেন। আগামী ৬ সেপ্টেম্বর থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য এই কর্মসূচি শুরু করবেন। বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ খোকন গতকাল এতথ্য জানান। এর আগে গত ২১ জানুয়ারি জাতীয়করণের দাবি নিয়ে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করেন। পরে ২৬ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। জাতীয়করণের আশ্বাস পেয়ে গত ৭ ফেব্রুয়ারি অনশনের ১৮ দিন পর কর্মসূচি স্থগিত করে বাড়ি ফিরেন শিক্ষকরা। এখন পর্যন্ত জাতীয়করণ না হওয়া প্রতিষ্ঠানের তালিকায় ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বলে জানান মামুনুর রশিদ খোকন। তিনি বলেন, দাবি আদায়ে আমরণ অনশন ছাড়া আর কোনো পথ খোলা নেই।

সর্বশেষ খবর