বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীরের দায়িত্ব গ্রহণ

গাজীপুর প্রতিনিধি

২৩৬ কোটি টাকা ঋণ মাথায় নিয়ে মহা ধুমধামে দেশের সর্ববৃহৎ গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিয়েছেন মো. জাহাঙ্গীর আলম। গতকাল বিকালে জেলা শহরের রাজবাড়ি ময়দানে বিশাল প্যান্ডেলে প্রায় ২৫ হাজার নেতা-কর্মী ও অতিথিদের উপস্থিতিতে তিনি মেয়রের দায়িত্ব নিলেন। দায়িত্ব গ্রহণের পর মেয়র জাহাঙ্গীর আলম তার বক্তৃতায় আগামী পাঁচ বছরে নগরীতে উন্নয়নের পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি তিনি রক্ষার চেষ্টা করবেন বলে নগরবাসীকে আশ্বস্ত করেন। মেয়র জাহাঙ্গীর আলম সিটি করপোরেশনের নিজস্ব উৎস, সরকারি অর্থায়ন ও বিদেশি সহযোগিতায় গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, গাজীপুর সিটি করপোরেশন এলাকার উন্নয়নের জন্য গত অর্থ বছরে ১৭ কোটি বরাদ্দ দেওয়া হয়েছিল। চলতি অর্থ বছরে ওই বরাদ্দের তিন গুণ ৫১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

সর্বশেষ খবর