বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিল্পকলায় আইডিএলসি নাট্যোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় আইডিএলসি নাট্যোৎসব

আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির আয়োজনে শিল্পকলা একাডেমিতে শুরু হলো পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। দেশের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি এ উৎসবে আরও অংশ নিয়েছে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ। উৎসবের প্রতিটি নাটক বিনা দর্শনীতে দেখতে পাবেন নাট্যানুরাগী দর্শক। একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গতকাল বিকালে এ উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান এবং বিজ্ঞাপনী সংস্থা বিটপির ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী। উদ্বোধন পর্ব শেষে দলীয় নৃত্য পরিবেশন করেন নাচের দল সাধনার শিল্পীরা। এরপর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকের দল প্র্রাঙ্গণেমোর প্রযোজিত নাটক ‘হাছনজানের রাজা’ আর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ প্রযোজিত নাটক ‘দ্য লোয়ার ডেপথ্স’। এতে অভিনয় করেন বিভাগের তৃতীয় বর্ষ পঞ্চম সিমেস্টারের শিক্ষার্থীরা। উৎসবের দ্বিতীয় সন্ধ্যায় আজ জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ঢাকা পদাতিক মঞ্চায়ন করবে দলটির নাটক ‘ট্রায়াল অব সূর্যসেন’ আর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকের দল পালাকার মঞ্চায়ন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বাংলার মাটি বাংলার জল’। ৮ সেপ্টেম্বর শেষ হবে পাঁচ দিনের এ আয়োজন।

সর্বশেষ খবর