শিরোনাম
বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

‘ফেডারেশন’ নামে নির্বাচন পর্যবেক্ষক সংগঠনের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

‘ফেডারেশন’ নামে বাংলাদেশ নির্বাচন পর্যবেক্ষক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির আত্মপ্রকাশ ও কমিটির নাম ঘোষণা করা হয়। মো. সামসুল হক নিউটনকে সভাপতি ও মো. মনির হোসেনকে সাধারণ সম্পাদক করে পর্যবেক্ষক সংগঠন ফেডারেশনের ১৫ সদস্যের কমিটির ঘোষণা দেওয়া হয়।

নবগঠিত সভাপতি আইন সহায়তা কেন্দ্রের নির্বাহী পরিচালক এবং সাধারণ সম্পাদক বিবি আছিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল হাসান খান, ব্রতী বাংলাদেশের প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নবগঠিত ফেডারেশনের সভাপতি বলেন, নির্বাচন পর্যবেক্ষক সারা বিশ্বেই স্বীকৃত বিষয়। জনগণের রায় প্রদানকে স্বচ্ছ, নিভের্জাল ও জবাবদিহিতামূলক করতে একটা পর্যবেক্ষক প্ল্যাটফর্ম থাকা জরুরি। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা, গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করাই এ সংগঠনের উদ্দেশ্য। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সংগঠনটি কার্যক্রম পরিচালনা করবে বলে জানানো হয়।

সর্বশেষ খবর