মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

নীতিনিষ্ঠ সাংবাদিকের জোরদার ঐক্য খুবই প্রয়োজন

—প্রেস কাউন্সিল চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

নীতিনিষ্ঠ সাংবাদিকের জোরদার ঐক্য খুবই প্রয়োজন

প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ রবিবার রাজধানীতে বিজেএফসিআইর বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন —বাংলাদেশ প্রতিদিন

নীতিহীন সাংবাদিকদের দৌরাত্ম্য বন্ধে পেশাদার নীতিনিষ্ঠ সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর জোর দিয়েছেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, এ ঐক্য খুবই প্রয়োজন। সাংবাদিকদের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি প্রেস কাউন্সিলের ক্ষমতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। বিচারপতি মমতাজউদ্দিন আহমেদ গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স কক্ষে বিজেএফসিআই (বাংলাদেশ জার্নালিস্ট ফাউন্ডেশন ফর কনজ্যুমারস অ্যান্ড ইনভেস্টরস) এর বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান ‘অবজারভার’-এর অর্থনৈতিক সম্পাদক ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের খবর-এর সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন, প্রমথ রঞ্জন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘অবাধ ও ন্যায্য অর্থনৈতিক সমাজ নির্মাণে অভিযাত্রা’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করেন ফারুক আহমেদ। নিবন্ধে বলা হয়, দুঃখীজনের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রচারণা বাড়াতে হবে।

সর্বশেষ খবর