বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

কেনাকাটা করতে গিয়ে মাদক ব্যবসায়ীর সঙ্গে পরিচয়

নিজস্ব প্রতিবেদক

বছর দুয়েক আগে ঢাকার নিউমার্কেটে কেনাকাটা করতে যান গৃহবধূ সাদিয়া ইসলাম মায়া। সেখানে দুই মহিলা মাদক ব্যবসায়ীর সঙ্গে পরিচয় হয় তার। আদান-প্রদান হয় ফোন নম্বরও। মাঝে মাঝে ফোনে দুই মাদক ব্যবসায়ীর সঙ্গে কথা হতো মায়ার। মাদক ব্যবসায় নগদ টাকা, অল্প সময়ে বিত্তবান হওয়ার গল্প দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে প্রায়ই শুনতেন মায়া। তারা মায়াকে মাদক ব্যবসার প্রস্তাব দেয় এবং মাদকের চালান পেতে সহযোগিতার আশ্বাসও দেয়। এক পর্যায়ে লোভে পড়ে মাদক ব্যবসায়ীর খাতায় নাম লেখান মায়া। মাঝে-মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়তে হয়েছে তাকে। সর্বশেষ গতকাল সহযোগী কাইয়ুম খানসহ ফের ধরা পড়েছেন ভাটারা এলাকার শীর্ষ এই মাদক সম্রাজ্ঞী মায়া। র‌্যাব-৩ এর লে. কমান্ডার আশিকুর রহমান বলেন, সকালে ভাটারা থেকে মায়া ও তার সহযোগী কাইয়ুমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা  উদ্ধার করা হয়েছে। মায়া দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা এনে ব্যবসা করতেন। ভাটারা থানায় তার নামে মামলা রয়েছে। এর আগে জেলও খেটেছেন, কিন্তু পেশা পরিবর্তন করেননি। জানা গেছে, বেশ কয়েক বছর কাইয়ুম ও মায়ার পরিবার একই বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকছে। সেই সুবাদে তাদের পরিচয়। তবে মাঝ দিয়ে কাইয়ুম লন্ডনে চলে যান। সেখানে মায়ার স্বামীও রয়েছেন। বছর দুয়েক আগে দেশে আসেন। দেশে ফেরার পর কাইয়ুমকে মাদক ব্যবসায় যুক্ত করেন মায়া। মাদক আইনে তাদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা হয়েছে।

২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪ : ডিএমপির ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে ২ হাজার ৭৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৯৮ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ২৪ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেনসিডিল ও ১৫টি ইনজেকশন উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩১টি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর