মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শান্তিরক্ষা মিশনে মালি যাচ্ছেন ২৮০ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে মালি যাচ্ছেন পুলিশের ২৮০ জন সদস্য। দুটি কন্টিনজেন্টে ভাগ হয়ে মালি-১ ও মালি-২ নামে ১৪০ জন করে যাবেন সেই দেশে। মালি-১ কন্টিনজেন্টের কমান্ডারের দায়িত্বে রয়েছেন পুলিশ সুপার ফারুক হোসেন এবং মালি-২ কন্টিনজেন্টের কমান্ডার হলেন অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন। গতকাল মালিগামীদের নিয়ে পুলিশ সদর দফতরে প্রি-ডেপ্লয়মেন্ট ব্রিফিংয়ের আয়োজন করা হয়।  এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও গৌরব অক্ষুণ্ন রাখার জন্য পুলিশ সদস্যদের অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।  আইজিপি পুলিশ সদস্যদের উদ্দেশে আরও বলেন, আপনারা প্রত্যেকে একখণ্ড বাংলাদেশ। বিদেশের মাটিতে দেশকে তুলে ধরা, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা আপনাদের পবিত্র দায়িত্ব। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সর্বোচ্চ শৃঙ্খলাবোধ ও উঁচুমানের নৈতিকতা বজায় রাখতে হবে। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী মিশন এলাকার জনগণের প্রতি সম্মান দেখাতে হবে।

পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন তিনি। 

সর্বশেষ খবর