বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চাকরিতে ১% প্রতিবন্ধী কোটা রাখার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরিতে এক শতাংশ কোটা সংরক্ষণ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে কোনো ধরনের কোটা না রেখে মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ যাওয়ার একদিনের মধ্যে সংসদীয় কমিটির এই সুপারিশ করলো।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, মনোরঞ্জন শীল গোপাল এমপি, মো. হাবিবে মিল্লাত, শেখ হাফিজুর রহমান, আবদুুল মতিন, লুত্ফা তাহের এবং সৈয়দা সায়রা মহসীন অংশ নেন।

সর্বশেষ খবর