শিরোনাম
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
এইচআরডব্লিউ-এর বিবৃতি

সমালোচকদের মুখ বন্ধ করবে ডিজিটাল নিরাপত্তা আইন

প্রতিদিন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইন বাংলাদেশে সমালোচকদের মুখ বন্ধ করবে বলে মনে করছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল এক বিবৃতিতে সংস্থাটি তাদের মতামত তুলে ধরে। সংস্থাটি মনে করে, এ আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় আঘাত। সাংবাদিকদের প্রবল আপত্তির মধ্যেও জাতীয় সংসদ গত সপ্তাহে ‘ডিজিটাল নিরাপত্তা বিল’ গ্রহণ করেছে। এটি বহুল সমালোচিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সবচেয়ে সমস্যাপূর্ণ ধারাগুলো শুধু বহালই রাখবে না, বরং মতপ্রকাশকে আরও অপরাধ হিসেবে অভিহিত করবে। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, নতুন ডিজিটাল নিরাপত্তা আইন আন্তর্জাতিক আইন অনুযায়ী মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় রাষ্ট্রের বাধ্যবাধকতার সুস্পষ্ট লঙ্ঘন। ক্ষমতার অপব্যবহারের জন্য এটি কাজে লাগানো হবে। তিনি বলেন, নতুন এ আইনের অন্তত পাঁচটি ধারা সমালোচকদের ওপর নিপীড়নের সুযোগ করে দেবে।

সর্বশেষ খবর