বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে

----------------- ক্যাপ্টেন তাজ

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের মধ্য দিয়ে যে কোনো রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আরও একটি দৃষ্টান্ত স্থাপিত হলো। রাষ্ট্রীয় মদদে এমন ঘটনা কেউ ঘটাতে সাহস দেখাবে না। দীর্ঘদিন পর বিচার হওয়ায় খুশি হলেও তারেক রহমানের ফাঁসি না হওয়ায় মনে কষ্ট থেকে গেল। সরকারের কাছে দাবি জানাব, আপিল করে ঘটনার মূল নায়কের ফাঁসি নিশ্চিত করার। গতকাল গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক, মাহমুদ পারভেজ জুয়েল, মুক্তিযোদ্ধার সন্তান পরিষদের হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সফিকুল বাহার মজুমদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে মিছিল বের করেন।

সর্বশেষ খবর