বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শিক্ষক নিয়োগে প্রতি পদে প্রার্থী ১৮০

নিজস্ব প্রতিবেদক

নন-ক্যাডারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে প্রতি পদের বিপরীতে ১৮০ জন প্রার্থী আবেদন করেছে। বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, শিক্ষক পদের জন্য মোট ২ লাখ ৪৮ হাজার ৩২২ জন প্রার্থী আবেদন করেছে। এর আগে ৯ সেপ্টেম্বর ১ হাজার ৩৭৮ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্ম কমিশন। গতকালের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- ৩৮তম বিসিএসের পদ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩৯তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ৪০তম বিসিএসের আবেদন করা যাবে। গতকাল পর্যন্ত ১৯ হাজার ২৯১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

সর্বশেষ খবর