মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইসলামী দলগুলোকে অবহেলা করে জাতীয় ঐক্য তামাশা

নিজস্ব প্রতিবেদক

খেলাফতে ইসলামী বাংলাদেশের আমির ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে ইসলামী দলগুলোকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ঘোষণা গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করছে। তিনি বলেন, ইসলামী দলগুলোকে অবহেলা করে জাতীয় ঐক্য জাতির সঙ্গে তামাশা ছাড়া আর কিছু নয়। গতকাল এক বিবৃতিতে হাসানাত আমিনী আরও বলেন, যিনি জীবনভর শেষ নবী হজরত মুহাম্মদ (স.)-এর নবুয়ত অস্বীকারকারী কাদিয়ানীদের আইনি সহায়তা দিয়েছেন, ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিয়ে সামাজ্যবাদের পুতুল হিসেবে ব্যবহৃত হয়েছেন তিনি যখন জাতীয় ঐক্যের চালকের আসনে বসেন, তখন জাতির শঙ্কা বেড়ে যায়। 

বিবৃতিতে তিনি ঐক্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ইসলামী শক্তিকে পাশ কাটানো কথিত ঐক্য জনগণের অধিকার আদায়ের জন্য নয়, বরং এটা জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার নীল নকশার প্রাথমিক মহড়া।

সর্বশেষ খবর