মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আইনজীবীদের হাতাহাতি ঘটনা তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হল রুমে জরুরি সাধারণ সভায় বসাকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা তদন্তে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। গতকাল আইনজীবী সমিতি এই কমিটি গঠন করে। আইনজীবী মো. গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে গঠিত ওই উপ-কমিটির সদস্য হচ্ছেন গোলাম রহমান ভূঁইয়া, মো. আহসান উল্লাহ ও শেখ মোহাম্মদ মাজু মিয়া। কমিটি গঠনের বিষয়ে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে বসা নিয়ে ৯ অক্টোবর সমিতির সাধারণ সভায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ ঘটনা তদন্ত করে ১৫ দিনের মধ্যে সমিতির কাছে রিপোর্ট দিতে এই সাব-কমিটি গঠন করা হয়েছে। আপিল বিভাগে তিন বিচারপতির নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে ৯ অক্টোবর সাধারণ সভা ডাকে আইনজীবী সমিতি। সমিতির দক্ষিণ হল রুমে কর্মসূচি শুরু হয়। সেখানে চেয়ার-টেবিল সরিয়ে কর্মসূচি পালনের অভিযোগে সমিতির নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থক কয়েকজন আইনজীবীর হাতাহাতির ঘটনা ঘটে। সমিতির পক্ষ থেকে বলা হয়, ঐতিহ্যগতভাবেই এই রুমে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ বিষয়ে সমিতির সভা-সমাবেশ হয়েছে।

সর্বশেষ খবর