abcdefg
news || Bangladesh Pratidin

শিরোনাম
নোবিপ্রবির সাবেক ভিসির দুর্নীতি মামলা চলতে বাধা নেই নোবিপ্রবির সাবেক ভিসির দুর্নীতি মামলা চলতে বাধা নেই

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আবুল খায়েরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলা বাতিলে করা আবেদন খারিজ করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। এ আদেশের ফলে অধ্যাপক খায়েরের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। আদালতে অধ্যাপক ড. আবুল খায়েরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী আসিফ হাসান, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। পরে আমিন উদ্দিন মানিক বলেন, মামলা বাতিলের জন্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবুল খায়েরের আবেদনে জারি করা রুল খারিজ করে স্থগিতাদেশ তুলে নেওয়ার পাশাপাশি এক বছরের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য…

সর্বশেষ খবর