শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

১৭ নভেম্বর হচ্ছে ‘নিটল আয়াত আইডিয়া কনটেস্ট’

নিজস্ব প্রতিবেদক

নিটল-আয়াত প্রোপার্টিজ আয়োজিত ‘নিটল-আয়াত আইডিয়া কনটেস্ট’-এর ফাইনাল রাউন্ড হবে আগামীকাল। রাজধানীর কচিকাঁচা মিলনায়তনে এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ। ফাইনাল রাউন্ডে বিচারক হিসেবে থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক ও একাত্তর টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শামীমা দোলা। কনটেস্টে সারা দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগী থেকে সেরা তিনজনকে নির্বাচন করা হবে। সেরা আইডিয়াবিদদের জন্য রয়েছে দেশ-বিদেশের সেমিনারে অংশগ্রহণের সুযোগ ও আকর্ষণীয় পুরস্কার। উল্লেখ্য, এক মাস ধরে সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী, শিক্ষিত তরুণদের পাঠানো সেরা বিজনেস আইডিয়া থেকে বাছাই করা সেরা আইডিয়া নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই কনটেস্ট। এখানে সারা দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের কাছ থেকে আইডিয়া চেয়ে অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হয় এবং প্রায় এক হাজার আইডিয়া থেকে সেরা আইডিয়াগুলো বাছাই করা হয়। সরকারের এটুআই এবং দেশের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ এক্সপার্টদের সমন্বয়ে তুলে আনা হয়েছে ফাইনাল রাউন্ডের সেরা দলগুলোকে।

সর্বশেষ খবর