মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেলার মতোই সব সেবা মিলবে আয়কর অফিসে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহব্যাপী আয়কর মেলায় ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩ করদাতা রিটার্ন দাখিল করে সরকারি কোষাগারে ২ হাজার ৪৬৮ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৯৫ টাকা জমা দিয়েছেন। আর সেবা নিয়েছেন ১৬ লাখ ৩৬ হাজার ২৬৬ জন। এই সময়ে ৩৯ হাজার ৭৪৩ জন নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন। করদাতাদের এমন সাড়া পাওয়ার পর আগামী ২২ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর অফিসে মেলার পরিবেশের মতোই সব সেবা দেওয়া হবে এবং করদাতারা রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড— এনবিআর।

গতকাল শেষ হয় সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৮। গত ১৩ নভেম্বর শুরু হওয়া এই মেলার সমাপনী অনুষ্ঠান হয় রাজধানীর অফিসার্স ক্লাবে। এতে প্রধান অতিথির বক্তব্যে করদাতাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন— প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় জীবনের সব পর্যায়ে একটি  কর-বান্ধব পরিবেশ তৈরির জন্য আয়কর মেলা চালু করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বের সুফল বাংলাদেশের মানুষ এখন পাচ্ছেন। আয়কর মেলা যার উজ্জ্বল প্রমাণ। কর দেওয়া এখন কোনো ভীতি কিংবা হয়রানির বিষয় নয়। এটি এখন আনন্দের, বড় গর্বের বিষয়।

 

 

সর্বশেষ খবর