মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্কাইপে ব্যবহার করা যাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক

দেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপে ব্যবহার করা যাচ্ছে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্কাইপে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার রুখতেই স্কাইপে বন্ধ করেছে সরকার। তবে বিটিআরসির পক্ষ থেকে কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে। এ বিষয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) জাকির হোসেন খান বলেন, কারিগরি ত্রুটির কারণে স্কাইপে বন্ধ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে চলমান ভিওআইপির অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে অবৈধ ভিওআইপিতে ব্যবহারের অভিযোগে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের ৭৭ হাজার ৫৯০টি সিম বন্ধ করে দিয়েছে বিটিআরসি।

জাকির হোসেন খান জানান, সিডিআর অ্যানালাইজার এবং জিও লোকেশন ডিটেকশন সিস্টেমের মাধ্যমে অবৈধ ভিওআইপিতে ব্যবহারের অপরাধে টেলিটকের সিমগুলো বন্ধ করে দিয়েছে কমিশন।

সর্বশেষ খবর