বুধবার, ২১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মহানবীর জীবনাদর্শ অনুসরণেই প্রকৃত শান্তি-কল্যাণ

—অধ্যক্ষ সৈয়দ মুনির উল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবারের অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ শুধু নির্দিষ্ট একটি দিনেই নয়, সারা বছরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার ঊর্ধ্বে রেখে ভালোবাসতে হবে। কারণ সুন্নতে নববী ও আদর্শের পূর্ণ অনুসরণেই রয়েছে প্রকৃত শান্তি ও কল্যাণ। তিনি গতকাল চট্টগ্রামের রাউজানে কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবারের ৬৫তম জশনে ঈদে মিলাদুন্নবী মাহফিলে বক্তব্য দিচ্ছিলেন। মিলাদুন্নবী উপলক্ষে এখানে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে মুনিরিয়া যুব তাবলিগ কমিটি। প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, মুফতি কাজী আনোয়ারুল আলম ছিদ্দিকি, মুহাম্মদ আশেকুর রহমান, মুহাম্মদ সেকান্দর আলী, মুহাম্মদ ফোরকান প্রমুখ।

মাহফিল শেষে মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

সর্বশেষ খবর