রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দ্বিতীয় ড্রিমলাইনার ‘হংসবলাকা’ ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়ের প্রায় আট ঘণ্টা পর দেশে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন উড়োজাহাজ ‘হংসবলাকা’। গতকাল রাত পৌনে ১২টার দিকে দ্বিতীয় ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৮ মডেলের সর্বাধুনিক প্রযুক্তির এই উড়োজাহাজটি ৩২ জনের লট বহর নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। উড়োজাহাজটির ঢাকায় পৌঁছার নির্ধারিত সময় ছিল বিকাল সাড়ে ৪টা। কারিগরি ত্রুটির কারণে উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র থেকে ছাড়তে দেরি হয় বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন বাংলাদেশ প্রতিদিনকে গতকাল সন্ধ্যায় বলেন, যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে হংসবলাকা ছাড়তে দেরি হয়েছে। এ কারণে বিমানটি বিকালের পরিবর্তে রাতে ঢাকায় আসবে।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্র থেকে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় ৩০ নভেম্বর সকালে ফিতা কেটে ড্রিমলাইনার হংসবলাকার যাত্রা শুরু হবে। আমেরিকার এভারেট থেকে বিজি-২১১২ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে বেলা ১১টায়। বাংলাদেশ সময় ১ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এটি।

সর্বশেষ খবর