মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোটাধিকার এখন চ্যালেঞ্জের মুখে : বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক

ভোটাধিকার এখন চ্যালেঞ্জের মুখে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বর্তমানে দেশে সুশাসনের খুবই অভাব। নির্বাচন এখন প্রশ্নের মুখে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে সাধারণ জনগণকে সচেতন হতে হবে। জনগণ যত বেশি সচেতন হবে সুশাসন তত বেশি প্রতিফলিত হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও সচেতন হওয়া দরকার। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে। নির্বাচনে সাধারণ মানুষের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান অবস্থা বিবেচনা করলে ভোটাধিকার এখন চ্যালেঞ্জের মুখে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। মাঠপযায়ে নজরদারিত্বের প্রয়োজন। এজন্য মিডিয়াকে স্বাধীনভাবে কাজ করতে হবে। গতকাল সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর সাগর-রম্ননি মিলনায়তনে ‘আমরা সাধারণ জনগণ’এর ব্যানারে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সংগঠনের আহবায়ক ফিরোজা বেগমের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের নির্বাহী সদস্য ডি এম আমিরুল ইসলাম অমরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবির চেয়ারম্যান মো. ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), এনসিবির প্রেসিডিয়াম সদস্য মাহফুজা আক্তার বীনা প্রমুুখ।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘দেশে সুশাসনের ঘাটতি দেখা দিয়েছে। নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক। আমরা চাই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন। যেখানে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারব। ভোটের অধিকার রক্ষা হলেই দুর্নীতি ও সন্ত্রাসসহ সব অপরাধ বন্ধ হতে বাধ্য হবে।’

সর্বশেষ খবর