শিরোনাম
বুধবার, ৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
শামীম ওসমানের হস্তক্ষেপ

গোদনাইলে ৫ বছর পর ফের বিদ্যুৎ পেল ৫০টি পরিবার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডে গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলের ৫০টি পরিবার দীর্ঘ ৫ বছর পর আবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে গতকাল। সংসদ সদস্য শামীম ওসমানের হস্তক্ষেপে সংযোগ দেয় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। গত ১৭ নভেম্বর শামীম ওসমান মিলের অভ্যন্তরে গণসংযোগে গেলে অর্ধশত শেয়ারহোল্ডার ও তাদের পরিবার ৫ বছর ধরে তাদের বিদ্যুৎ বঞ্চনার বর্ণনা দেন। তিনি সঙ্গে সঙ্গে ডিপিডিসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সংযোগ পেয়ে শামীম ওসমান, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকন এবং প্যানেল মেয়র মিনোয়ারা বেগম মিনুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শেয়ারহোল্ডার ও তাদের পরিবার। শেয়ারহোল্ডাররা জানান, সরকার ২০০১ সালের ২১ মার্চ ৫১০ জন শেয়ারহোল্ডারের মালিকানায় মিলটি হস্তান্তর করে, কিন্তু মিলের পরিচালনা পর্ষদের ব্যাপক অনিয়ম ও দুর্নীতি পর্ষদ মিলটিতে একজন বিনিয়োগকারী নিয়োগের কথা বলে প্রতারণার মাধ্যমে ৩৮২ জনের শেয়ার হাতিয়ে নেয়।

 তারা ১৮ একর ৬৫ শতাংশের ওপর গড়ে ওঠা শত বছরের পুরনো এ মিলটি নতুন একটি প্রতিষ্ঠানকে অর্পণ করে যারা মাত্র ৩৫ কোটি টাকায় মিলটি দখলে নেওয়ার চেষ্টা চালায়। অথচ এ সম্পত্তির বাজার মূল্য ৭০০ কোটি টাকার মতো। অভিযোগ শেয়ারহোল্ডারদের। ৫৩ জন শেয়ারহোল্ডার শেয়ার বিক্রি করতে রাজি না হওয়ায় তাদের ওপর চার বছর ধরে চালানো হয়েছে নির্যাতনের স্টিম রোলার। ২০১৩ সালের ৩১ আগস্ট বকেয়া বিলের অজুহাতে মিলের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পরিচালনা পর্ষদ। সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে অস্ত্র নিয়ে হামলাও চালিয়েছে। ২০১৪ সালের ২১ অক্টোবর দুর্বৃত্তরা কলোনিতে আগুন ধরিয়ে দেয়। ২০১৫ সালের ২১ জানুয়ারি হাই কোর্ট মিলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়। নির্বাচন না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে কাজ করতে বলে আদালত। বর্তমানে জেলা প্রশাসক মিলটির চেয়ারম্যান পদে বহাল। তবে দীর্ঘ পাঁচ বছর হয়ে এলেও মিলটির বিদ্যুৎ সমস্যার কোনো সমাধান হয়নি।

সর্বশেষ খবর