শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিসিদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

জেলা প্রশাসকদের (ডিসি) রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্ট বিভাগে রিট আবেদন করা হয়েছে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্টের দ্বৈত বেঞ্চ গতকাল এ বিষয়ে রিট দায়েরের জন্য হলফনামা সম্পাদনের অনুমতি দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান রিট আবেদনটি করেন। এর মধ্যে রিটের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। আগামী রবিবার এর ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন রিট আবেদনকারী।

রিট আবেদনকারী আবদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন বন্ধ বা স্থগিতের জন্য কোনো প্রতিকার দাবি করিনি। আমরা বিভাগীয় কমিশনার ও ডিসিদের পরিবর্তে ইসির আওতাভুক্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে প্রতিস্থাপন চেয়েছি। কারণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন পরিচালনায় নিরপেক্ষ ও স্বাধীন লোকবল দরকার। রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব কর্মকর্তারা রয়েছেন। কিন্তু তাদের একজনকেও নিয়োগ দেওয়া হয়নি। দরখাস্তে বলা হয়, ডিসিদের দায়িত্ব পালনের কারণে সংবিধানের ১১৮(৪) অনুচ্ছেদের ব্যত্যয় ঘটবে। কারণ এতে বলা আছে, ‘নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হইবেন।’ কিন্তু বাস্তবে রিটার্নিং কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে কাজ করেন।

সর্বশেষ খবর