শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেট-৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দলীয় প্রার্থীর দাবিতে গোলাপগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল বিকালে গোলাপগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল মুকিত মাস্টার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট-৬ আসনে জাতীয় পার্টির বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও কেন্দ ীয় সিদ্ধান্তে দলের কেউ নির্বাচনে অংশগ্রহণ করছে না। এতে এ এলাকায় জাতীয় পার্টির নেতা-কর্মীরা মনোক্ষুণ্ন ও মর্মাহত। অথচ ১৯৯১ সালে সরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে জাতীয় পার্টির প্রার্থী দ্বিতীয় হয়েছিলেন। এর মাধ্যমেই জাতীয় পার্টির জনসমর্থন প্রমাণিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল আম্বিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শাহান উদ্দিন নাজু, সাধারণ সম্পাদক কাওছার হোসেন হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ সিদ্দিকী প্রমুখ।

সর্বশেষ খবর