শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মনোনয়ন নিয়ে সন্তুষ্ট নয় যুক্তফ্রন্ট

নিজস্ব প্রতিবেদক

মহাজোটের মনোনয়ন নিয়ে যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, মহাজোটের আসন বণ্টনে যুক্তফন্টের প্রার্থীর সংখ্যা নিয়ে আমরা সন্তুষ্ট নই। গতকাল রাতে এক বিবৃতিতে তিনি বলেন, মহাজোটে আমাদের যোগ্য এবং বিজয়ের সম্ভাবনাময় অনেক প্রার্থী থাকা সত্ত্বেও মাত্র ৩ জন প্রার্থীকে মহাজোটের মনোনয়ন দেওয়ার বিষয়টি দেখতে পেয়ে যুক্তফ্রন্টের নেতা-কর্মীরা হতাশ এবং ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে মহাজোট নেত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। কিন্তু সেই আলোচনা এখনো অনুষ্ঠিত হয়নি। 

বিবৃতিতে আরও বলা হয়,  অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে প্রধানমন্ত্রীর আজ শনিবার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এ সময় আলোচনার মাধ্যমে এই বিষয়টি সুরাহা করার সুযোগ রয়েছে। পরে বি. চৌধুরীর বারিধারার বাসভবনে সংবাদ সম্মেলনে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এবং যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বি. চৌধুরী বৈঠকের বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন। 

সর্বশেষ খবর