শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

র‌্যাব ডিজি সম্পর্কে দেওয়া বক্তব্য প্রত্যাহার ডা. জাফরুল্লাহর

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদের দেশত্যাগ নিয়ে যে বক্তব্য দিয়েছিলেন তা প্রত্যাহার করে নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার র‌্যাব ডিজিকে দেওয়া এক চিঠিতে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দেশের দ্রুত পরিবর্তিত পরিস্থিতিতে, প্রজাতন্ত্রের একজন গুরুত্বপূর্ণ ও বুদ্ধিমান কর্মচারী হিসেবে আপনি (র‌্যাব ডিজি) দলীয় ক্যাডারের মনোভাব পরিহার করবেন। জনগণের প্রকৃত সেবক পুলিশ কর্মকর্তার দায়িত্বে জনগণকে অহেতুক গায়েবি মামলাসহ বিভিন্ন হয়রানি থেকে রক্ষা করবেন। অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আপনি (র‌্যাব ডিজি) সহায়তা করবেন। দেশ ত্যাগের কোনো পরিকল্পনা আপনার (র‌্যাব ডিজি) নেই। ভুল বোঝাবুঝি নিরসনকল্পে আমি (ড. জাফরুল্লাহ চৌধুরী) আমার পূর্বের বক্তব্য প্রত্যাহার করছি। সময় করে একদিন ধানমন্ডির গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার পরিদর্শনের জন্য র‌্যাব ডিজিকে আমন্ত্রণ জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সর্বশেষ খবর