সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

স্বচ্ছ ব্যালট বাক্স যাচ্ছে ভোটের মাঠে

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছ ব্যালট বাক্স ৩০০ নির্বাচনী এলাকায় পাঠাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবন থেকে ট্রাক ভরে পাঠানো হচ্ছে এসব ব্যালট বাক্স। গতকাল রাতেও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে ব্যালট বাক্স পাঠানো হয়েছে। গত ৭ নভেম্বর মনোনয়নপত্রসহ বেশকিছু সামগ্রী পাঠিয়েছিল সংস্থাটি। এরপর গত ৮ ডিসেম্বর স্ট্যাম্প প্যাড, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, অমোচনীয় কালির কলম, হেসিয়ান বড় ব্যাগ, হেসিয়ান ছোট ব্যাগ, চার্জার লাইট, ক্যালকুলেটর, স্ট্যাপলার মেশিন ও স্ট্যাপলার পিন পাঠানো হয়।

এছাড়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, নির্দেশিকা, ফরম ও প্যাকেট গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে সরবরাহ করা হয়। ইতিমধ্যে ব্যালট পেপার ছাপানোর অর্ডার বিজি প্রেসকে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের সপ্তাহখানে আগে জেলা নির্বাচন কর্মকর্তাদের তা বুঝিয়ে দেওয়া হবে।

সর্বশেষ খবর