বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফ্রান্সে আবার বন্দুকধারীর গুলি, নিহত ৩

প্রতিদিন ডেস্ক

ফ্রান্সের পূর্বাঞ্চলের শহর স্ট্রাসবুর্গে এক বন্দুক হামলায় অন্তত তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শহরটির বিখ্যাত ক্রিসমাস মার্কেটের আশেপাশে বড় আকারের নিরাপত্তা অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলাবাহিনী। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীর এ হামলায় অন্তত ১১ জন আহতও হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। পুলিশে বিশেষ বাহিনীর অন্তত ৩৫০ সদস্যকে ঘটনাস্থলের চারপাশে মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, পাল্টা গুলিতে হামলাকারীও আহত হলেও তাকে এখনো গ্রেফতার করা যায়নি। তবে সন্দেহভাজন অনেক আগে থেকেই ফরাসি গোয়েন্দাদের নজরদারিতে ছিলেন বলে জানা গেছে। এই হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা। ফ্রান্সে এ বছর এ ধরনের তৃতীয় হামলার ঘটনা এটি। স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানেয়ার জানিয়েছেন, ফ্রান্সে নিরাপত্তা হুমকি অ্যালার্ট জারি করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন ক্রিসমাস মার্কেট ও সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার পরপরই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ তার মন্ত্রী এবং শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে এক টুইটে তিনি লেখেন, ‘স্ট্রাসবুর্গে হতাহত এবং তাদের পরিবারের সঙ্গে সঙ্গে সহমর্মী পুরো জাতি।’

 এদিকে, হামলার ঘটনার পরপরই স্ট্রাসবুর্গের প্রতিবেশী জার্মান রাজ্য বাডেন-ভ্যুর্টেমবার্গ পুলিশ সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর ফ্রান্স এবং জার্মানি দুই দেশেই অপরাধে জড়িয়ে কারাবাসের রেকর্ড রয়েছে।

সম্প্রতি বেশকিছু সন্ত্রাসী হামলায় বিপর্যস্ত হয়েছে ফ্রান্স। ২০১৫ সালের পর থেকে বিভিন্ন হামলায় প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ। এসব হামলা তথাকথিত ইসলামী জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এএফপি

সর্বশেষ খবর