শিরোনাম
শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সরকারের নির্দেশেই ড. কামালের ওপর হামলা : রিজভী

নিজস্ব প্রতিবেদক

সরকারের নির্দেশেই ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দের গাড়িবহরে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ। গতকাল সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ আক্রমণটি করা হয়েছে এই সরকারের নির্দেশে। প্রতিটি মানুষেরই নিরাপদে জীবনযাপন করার অধিকার আছে, এটা আইনগত ও সাংবিধানিক অধিকার। এরা (সরকার) সংবিধানকে মোটেই তোয়াক্কা করে না, আইনকে তো করেই না। আমি এ আক্রমণের তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের ওপর হামলা করেছে। ড. কামাল হোসেন এদেশের প্রখ্যাত আইনজীবীই শুধু নন, তিনি দেশের সংবিধান প্রণেতা। দেশের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তার মতো একজন মানুষ এবং একজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো মানুষও আক্রমণের শিকার হয়েছেন আওয়ামী ক্যাডারদের হাতে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কুদ্দুস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় নেতা মুনির হোসেন, মাশুকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় গাজীপুর, নেত্রকোনা, নওগাঁ, রাজশাহী, টাঙ্গাইল, বান্দরবান, হবিগঞ্জ, ঠাকুরগাঁও, পটুয়াখালী, সুনামগঞ্জ, নরসিংদী, বরিশাল, কিশোরগঞ্জ, বাগেরহাট, ফেনী, ঝিনাইদহসহ বিভিন্ন আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগের বিরুদ্ধে হামলার অভিযোগ ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবি করেন রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘সর্বত্র গ্রেফতার হচ্ছে, প্রতিদিনই হচ্ছে। সব জায়গায় আমরা এ বিষয়টি জানাচ্ছি। অথচ সরকারি ও বৈধ কোনো সংস্থার কাছ থেকে পরিত্রাণ বিষয়ক কোনো আশ্রয় পাচ্ছি না। এ অবস্থায় আমাদের নেতা-কর্মীদের নিজে থেকেই আত্মরক্ষার ব্যবস্থা গ্রহণ ছাড়া অন্য কোনো বিকল্প থাকছে না। এটা আইনেই আছে, এটার জন্য দণ্ডবিধির আইনে আছে আমি সরকারের যারা আইনশৃঙ্খলা বাহিনী বৈধ সংগঠন পুলিশ-র‌্যাব এদের কাছ থেকে যদি নিরাপত্তা না পাই তাহলে আমি কী করব? সেটা সুস্পষ্টভাবে দণ্ডবিধিতে আছে তখন আমাকে নিজেই নিজের আত্মরক্ষা করতে হবে। তাছাড়া উপায় নেই।’

সর্বশেষ খবর