সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জিয়া জড়িত ছিলেন

—তোফায়েল

ভোলা প্রতিনিধি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আজ বলতে কোনো দ্বিধা নেই, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন। তারা জাতীয় পতাকার অবমাননা করেছেন। তিনি স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছেন। গোলাম আযমকে দেশে এনে রাজনীতি করতে দিয়েছিলেন। আর জিয়ার স্ত্রী খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী নিজামী-মুজাহিদীদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসিত করেছেন। তারা বাংলাদেশকে পাকিস্তানের মতো একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। গতকাল বিকালে ভোলা বাংলাস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। তোফায়েল ড. কামাল হোসেনের নীতি-আদর্শ নিয়ে প্রশ্ন তুলে বলেন, তিনি বঙ্গবন্ধুর পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কিন্তু এখন তাকে লোকজন সন্দেহ করে। কারণ ’৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের কোথায় ছিলেন। তা না হলে বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেইমানি করে যারা স্বাধীনতাবিরোধী, যারা ৩০ লাখ মানুষ হত্যাকারী, যারা গ্রেনেড নিক্ষেপ করে প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করে, আইভি রহমানসহ ২২ জনকে খুন করেছে, যারা ফাঁসির আসামি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক জিয়া— তাদের সঙ্গে ড. কামাল হাত মিলান কীভাবে? নীতিকথা বলেন? কী নীতি আছে তার? তিনি বলেন, স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের আ স ম আবদুর রব। স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদ আজকে জামায়াতের বিএনপির মার্কা নিয়ে, ধানের শীষ নিয়ে ইলেকশন করে। কোথায় স্বাধীনতা সংগ্রাম পরিষদ, কোথায় নীতিবোধ? ভোলার রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোলায় দুজন সন্ত্রাসী আছে। একজন মেজর হাফিজ, আর একজন হাফিজ ইব্রাহিম। এতদিন এরা ভোলায় ছিল না; ভোলায় শান্তিপূর্ণ পরিবেশ ছিল। এরা ভোলায় আসার পর ভোলা উত্তপ্ত হয়ে গেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌর মেয়র জেলা যুবলীগ সভাপতি মো. মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর