শিরোনাম
বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
দীপন হত্যা মামলা

অভিযোগপত্র যাচ্ছে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে

প্রতিদিন ডেস্ক

প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার অভিযোগপত্র আমলে নেওয়াসহ বিচারের জন্য ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দিয়েছে আদালত। পুলিশের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান বলেন, গতকাল ঢাকার মহানগর আদালতের হাকিম সরাফুজ্জামান আনসারি অভিযোগপত্রটি ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করে মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। খবর বিডিনিজের

গত ১৫ নভেম্বর একই আদালতে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আট সদস্যকে অভিযুক্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান।

তিন বছর ধরে তদন্ত চালানোর পর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার অভিযোগপত্র চূড়ান্ত করে পুলিশ, যাতে আসামি করা হয় সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ আটজনকে।

সর্বশেষ খবর