বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোলায় শান্তিপূর্ণ সহাবস্থানে নির্বাচনী প্রচারণা চলছে : তোফায়েল

ভোলা প্রতিনিধি

ভোলায় শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে সব দলের প্রচার-প্রচারণা চলছে উল্লেখ করে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ভোলায় এখন পর্যন্ত কোনো নির্বাচনী সংঘাতের ঘটনা ঘটেনি। গত ১০ বছর ভোলার বিএনপি নেতা-কর্মীরা শান্তিতে ছিল। ২০০১ সালে তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘরে থাকতে দেয়নি। মানুষের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আমার বাড়িতেও হামলা করে ভাঙচুর করেছে। কিন্তু আমরা ক্ষমতায় এসে সেগুলোর প্রতিশোধ নেইনি। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। গতকাল ভোলার দক্ষিণ দীঘলদী, ইলিশাসহ বিভিন্ন স্থানে পথসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোলার নদী ভাঙনরোধসহ হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছ। তাই মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবে। বিভিন্ন স্থানের পথসভায় তোফায়েল আহমেদের সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর