বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু : আতিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু : আতিকুল ইসলাম

বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। আমরা ব্যবসায়ীরা এখন চাই, নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে গাজীপুর পর্যন্ত পাতালরেল। এ অসাধ্য সম্ভব যদি রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনা থাকেন। তার দ্বারাই সম্ভব হবে। গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ শাসক। তিনি সব মানুষের কল্যাণে কাজ করেন। শ্রমিকদের বেতন ৩ হাজার থেকে ৮ হাজার টাকা করেছেন। আমাদের কোনো শ্রমিক লিডার দরকার হয়নি। আপনিই বড় ট্রেড ইউনিয়ন লিডার নেত্রী। এ সময় আতিক হাসতে হাসতে বলেন, আমাদের ঘরে আটকিয়ে রেখে শ্রমিকদের বেতন বাড়িয়েছেন। এটা শ্রমিকদের প্রতি আপনার ভালোবাসা। সে কারণেই বলি, আমাদের কোনো শ্রমিক নেতার দরকার নেই। আপনিই বড় ট্রেড ইউনিয়ন লিডার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর