বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আপনি পাশে না থাকলে আমাদের উদ্যোক্তা হওয়া কঠিন হতো : রুবানা হক

নিজস্ব প্রতিবেদক

আপনি পাশে না থাকলে আমাদের উদ্যোক্তা হওয়া কঠিন হতো : রুবানা হক

মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও নারী উদ্যোক্তা রুবানা হক বলেছেন, আমরা আজকে যে বাংলাদেশের কথা বলছি, সেটি শুধু পরিসংখ্যানের নয়, লাল সবুজের পতাকার একটি গল্প। আমরা যে উদ্যোক্তা হওয়া এবং দায়িত্ব বহন, কোনোটাই সম্ভব হতো না, যদি আপনি পাশে না থাকতেন। ৩০ লাখ নারী শ্রমিক আছেন গার্মেন্ট সেক্টরে। তারা অর্থনৈতিক সেক্টরে কাজ করছেন। আপনার অনুপ্রেরণা না পেলে নারীর চিত্র আঁকতে পারতাম না। গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘শান্তি ও সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ব্যবসায়ী সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।    

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র ও রুবানার স্বামী আনিসুল হকের স্মৃতি চারণ করে রুবানা হক বলেন, আমার স্বামী যখন অসুস্থ হয়ে লন্ডনে, তখন প্রধানমন্ত্রী আমাকে ফোন করলেন। প্রায় ৪০ মিনিট কথা বলেছিলেন তিনি। এ সময়ে তিনি আনিসুল হকের শরীর, স্বাস্থ্য নিয়ে কথা বলার চেয়ে বেশি সময় কথা বলেছেন পদ্মা সেতু নিয়ে। সে সময় আমি ভেবেছিলাম, কেন আনিসুল হকের কথা না বলে পদ্মা সেতু নিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী? একবার তাকে জিজ্ঞেস করেছিলাম। প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিলেন ‘তোমার মনটা হালকা করার জন্য পদ্মা সেতু নিয়ে কথা বলেছিলাম। যাতে তোমার কষ্ট না হয়’। এই হলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি সবার হৃদয়ের কথা বলেন, বোঝেন। এই আশায় থাকলাম, বাংলাদেশ যখন ৫০ বছরে যাবে তখন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর