সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আবদুর রাজ্জাকের নামে পদ্মা সেতুর নামকরণ দাবি

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর স্নেহধন্য আবদুর রাজ্জাকের নামে পদ্মা সেতু নামকরণের দাবি জানিয়েছে শরীয়তপুর ফাউন্ডেশন। আবদুর রাজ্জাকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর পল্লবীর শেখ কামাল উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা থেকে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মহাসচিব মো. বাচ্চু বেপারী ও  ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বুলু। সভায় উপস্থিত ছিলেন এম.এম. বিপ্লব, ইঞ্জিনিয়ার মোস্তফা, মেহেদী হাসান রবি, এনায়েত কবির দাদন, মো. জামাল কবিরাজ, মোশারেফ হোসেন মুছা প্রমুখ।

বক্তারা বলেন, পদ্মা সেতু বাস্তবায়ন করতে আবদুর রাজ্জাক নেপথ্যে কাজ করেছেন। পদ্মা সেতু প্রথম মাদারীপুরের পরিবর্তে শরীয়তপুর জেলায় আনতে আবদুর রাজ্জাক নেপথ্যে কাজ করেছেন। জাতীয় নেতা আবদুর রাজ্জাকের নেপথ্যের সাক্ষী বাংলাদেশের অনেক জাতীয় নেতা।

সর্বশেষ খবর