সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুদকের লোগো গাড়িতে লাগালেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোনো কর্মকর্তা ব্যক্তিগত বা অফিস থেকে পাওয়া গাড়িতে কমিশনের লোগো লাগিয়ে সড়কে বের হলে দুদককে অবহিত করতে আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। দুদকের প্রধান কার্যালয় থেকে এক আদেশে বলা হয়েছে, যদি কেউ দুদকের লোগো লাগানো গাড়ি দেখে থাকেন, তবে ০১৭১১৬৪৪৬৭৫ মোবাইল নম্বরে কল করে জানাতে অনুরোধ জানিয়েছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

এ বিষয়ে দুদকের এক কর্মকর্তা বলেন, ২০১৬ সালে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত বা দুদকের গাড়িতে দুদকের লোগো বা সাইনবোর্ড ব্যবহার নিষিদ্ধ করে সংস্থাটি। কমিশনের গোয়েন্দা সূত্র জানায়, এখনো কোনো কোনো ব্যক্তি গাড়িতে দুদকের লোগো ব্যবহার করছেন। এ বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, দুদকের গাড়িতে লোগো ব্যবহার প্রশাসনিক আদেশের মাধ্যমে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ-জাতীয় বেআইনি কাজ বন্ধে দুদক তৎপর রয়েছে। এ ছাড়া দুদক আরও প্রত্যাশা করে, দুদকের লোগো-সংবলিত গাড়ি কেউ ব্যবহার করবেন না। ব্যবহার করলে বিষয়টি দুদককে অবহিত করলে কমিশন আইনি ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ খবর